ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

গাজায় যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে ফের প্রস্তাব আমিরাতের

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর বৈশ্বিক এই সংস্থার সবচেয়ে ক্ষমতাধর অংশ নিরাপত্তা পরিষদে ফের প্রস্তাব এনেছে পরিষদের সংযুক্ত আরব আমিরাত। রোববার (১৭ ডিসেম্বর) প্রস্তাবটি এনেছে আমিরাত। প্রস্তাবের একটি খসড়া অনুলিপি পেয়েছে বার্তাসংস্থা এএফপি।

সেখানে বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী পৌঁছানোর জন্য জরুরিভিত্তিতে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

নিরাপত্তা পরিষদে ইতোমধ্যে প্রস্তাবটি গৃহীত হয়েছে। সোমাবার (১৮ ডিসেম্বর) সেটির ওপর সদস্যরাষ্ট্রগুলোর ভোট হবে।

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত ২৫ নভেম্বর প্রথমবারের মতো বিরতিতে যায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ১ ডিসেম্বর উপত্যকায় ফের দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে দিয়ে শেষ হয় অস্থায়ী এই মানবিক বিরতি।

গাজায় হামাস-আইডিএফের তীব্র সংঘাতের মধ্যেই গত ৯ ডিসেম্বর উপত্যকায় ফের যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব তোলে আমিরাত। তবে পরিষদের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের আপত্তির (ভেটো) কারণে তা বাতিল হয়ে যায়।

নিরাপত্তা পরিষদে আমিরাতের প্রস্তাব বাতিল হওয়ার কয়েক দিন পর, ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একই প্রস্তাব উত্থাপন করা হয় এবং সাধারণ পরিষদের ১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৩টিই সেটির পক্ষে ভোট দেয়। মূলত সাধারণ পরিষদের ভোটের ফলাফলকে আমলে নিয়েই দ্বিতীয়বার এ পদক্ষেপ নিয়েছে আমিরাত।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ