ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৬
ছবি- সংগৃহীত

নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ং ইয়াং-এর পারমাণবিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি এবং সতর্কতার মধ্যেই ক্ষেপাণস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

রোববার (১৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, জাপান সাগরে অজ্ঞাত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

এএফপি জানিয়েছে, গত শুক্রবার ওয়াশিংটন ও সিউলের পারমাণবিক কনসালটেটিভ গ্রুপ একটি বৈঠকে বসে। উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষ হলে কীভাবে পারমাণবিক হামলা প্রতিরোধ করা হবে সে বিষয়ে আলোচনা করে। এরপরেই একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, যদি পিয়ং ইয়ং সিউলে পারমাণবিক হামলা চালায় তার প্রতিক্রিয়া হবে দ্রুত ও অপ্রতিরোধ্য। হামলা চালালে কিম শাসনের অবসান ঘটবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ