ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতাল রক্তগঙ্গায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলায় প্রত্যেক মিনিটে শত শত মানুষ আহত অবস্থায় আল-শিফা হাসপাতালে আসছেন। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, ডব্লিউএইচওর কর্মীরা বলেছেন, হাসপাতালের জরুরি বিভাগ কানায় কানায় পরিপূর্ণ। রোগীদের পা দেওয়ার আগে হাসপাতালের মেঝে জরুরিভিত্তিতে পরিষ্কার করা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও বলেছে, হামলায় আহতদের মেঝেতে সেলাই করা হচ্ছে এবং ব্যথা নিরসনের জন্য কোনও ব্যবস্থাই নেই সেখানে। উপত্যকার এই হাসপাতাল রক্তগঙ্গায় পরিণত হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ