ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কুয়েতের আমির শেখ নাওয়াফের দাফন সম্পন্ন

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২২
ছবি- সংগৃহীত

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে দাফন করা হয়েছে। রোববার বিলাল বিন রাবাহ মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নতুন শাসক শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ।

রোববার (১৭ ডিসেম্বর) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন দেশটির শাসক গোষ্ঠী আল-সাবাহ পরিবারের সদস্যরা এবং পার্লামেন্টের স্পিকার। বিলাল বিন রাবাহ মসজিদে জানাজার নামাজ শেষে সুলাইবিখাত কবরস্থানে শেখ নাওয়াফকে দাফন করা হয়। এখানেই তার পরিবারের আত্মীয়দের দাফন করা হয়েছে।

৮৬ বছর বয়সী শেখ নাওয়াফ মৃত্যুবরণ করেন শনিবার (১৬ ডিসেম্বর)। কাতারের সরকারি বার্তা সংস্থা কুনার দেওয়া তথ্য অনুযায়ী, জরুরি স্বাস্থ্য সংকটের কারণে গত নভেম্বর মাসে শেখ নাওয়াফকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে সময় তার অসুখের বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। কিন্তু পরে বলা হয়েছিল, তার অবস্থা স্বাভাবিক রয়েছে।

২০২১ সালের শেষ দিক থেকে কুয়েতের ডি ফ্যাক্টো শাসক হিসেবে ভূমিকা রাখছিলেন শেখ মেশাল। ওই সময় শেখ নাওয়াফ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার হাতে তুলে দেন। বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কুয়েতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ