অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ করা না হলে কোনো বন্দি আলোচনা নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) হামাস জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ করা এবং প্রতিরোধের শর্তগুলো পূরণ না হলে বন্দি বিনিময় নিয়ে কোনো প্রকার আলোচনা করতে রাজি নয় তারা।
লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হামাস নেতা ওসামা হামদান। তুর্কি সংবাদমাধ্যম ‘আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
হামাস নেতা ওসামা হামদান বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা এবং প্রতিরোধের শর্ত মেনে না নিলে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কোনও আলোচনা হবে না।
হামাসের ইচ্ছা প্রকাশ করে ওসামা হামদান বলেন, তারা চায় ‘গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের অবসান, বন্দিদের মুক্তি, এবং জাতীয় অধিকার পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এবং এর রাজধানী হবে জেরুজালেম।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ