ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। দীর্ঘ ১০ বছর পর দেশটিতে এই মিশনের সমাপ্তি হলো। শান্তিরক্ষা মিশনের মুখপাত্র বলেছেন, মালির সামরিক সরকারের আদেশে কার্যক্রমে সমাপ্তি টানা হয়েছে। এর আগে চলতি বছরের জুনে শান্তিরক্ষার দায়িত্বে থাকা সব শান্তিরক্ষীকে প্রত্যাহার করে নিতে বলে মালির সরকার। সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (মিনুজমা) নামে পরিচিত। রাজধানী বামাকোতে মিশনটির সদর দপ্তরে জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়েছে বলে সোমবার এর মুখপাত্র ফাতুমাতা কাবা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন। মূলত প্রতীকী এই পদক্ষেপেই শান্তিরক্ষা মিশনের আনুষ্ঠানিক সমাপ্তিকে চিহ্নিত করছে। ফাতুমাতা কাবা বলেন, মিশনের এখনও কিছু উপাদান সেখানে রয়েছে। আগামী বছরের ১ জানুয়ারির পরে ‘কার্যক্রম পুরোপুরি গুটিয়ে ফেলার’ পদক্ষেপ কার্যকর হবে, যেখানে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের মতো কার্যক্রমও রয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আফ্রিকার দেশ মালিতে অবস্থানরত ১৫ হাজারেরও বেশি সেনাসদস্যকে প্রত্যাহার করে নিতে বলেছে মালির সামরিক সরকার। শান্তিরক্ষার দায়িত্বে থাকা এসব শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় দেড় হাজার সদস্যও ছিলেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ