অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আরও ৪৮ হাজার ৭৮০ জন আহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজার মুখপাত্র বলেন, রোববার একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনীর বোমায় গুরুতর আহত হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। এই স্বাস্থ্য কর্মীরা গাজার ইউরোপিয়ান হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছিলেন।
ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি। অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ