ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আটক সাংবাদিকসহ উলঙ্গ ফিলিস্তিনি পুরুষদের ভিডিও ভাইরাল

গাজায় নির্যাতন 
প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:২২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯

ইসরাইলে আটক ফিলিস্তিনিদের ওপর বর্বরভাবে নির্যাতন করা হচ্ছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ইসরায়েলের হাতে আটক নগ্ন ফিলিস্তিনি পুরুষদের দেখা যাচ্ছে। পুরুষদের অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছে এবং তারা মাটিতে বসে আছে। ইসরায়েলি সেনারা তাদের পাহারা দিচ্ছে। সূত্র বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার জাবালিয়া ও শেজাইয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে ।

যাদেরকে আটক করা হয়েছে এদের মধ্যে একজন স্বনামধন্য ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। শুক্রবার ( ৮ ডিসেম্বর) ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বিবিসিকে বলেন, ওই ব্যক্তিদের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ও শেজাইয়া থেকে আটক করা হয়েছে। এই স্থানগুলো হামাসের শক্ত ঘাঁটি এবং উত্তেজনার কেন্দ্র।

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এই ভিডিও ফুটেজকে “জাতিসংঘের আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের আটক ও তাদের নগ্ন করাকে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর চিত্র” বলে বর্ণনা করেছেন। হুসাম জমলত বলেন, “এটি মানবতার ইতিহাসের কিছু অন্ধকারতম অধ্যায়ের সূচনা করেছে। ”

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ