ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কাছে অসংখ্য বেসামরিক সাধারণ মানুষকে আটক করেছে দখলদার ইসরায়েলি সেনারা। আটক করে তাদের নগ্ন করে সেনাবাহিনীর গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ইসরায়েলি সেনারা আটক করেছেন তারা বেসামরিক সাধারণ মানুষ। কিন্তু তা সত্ত্বেও তাদের নগ্ন করে অত্যাচার চালানো হয়েছে।
תמונות משנות תודעה: עשרות עצורים עזתים, ייתכן מחבלי חמאס, נתפסו או נכנעו, למרות ההתחייבות "לא נרים דגל לבן, לא ניכנע".
— Baruch Yedid, ברוך ידיד, باروخ يديد (@BaruchYedid) December 7, 2023
לצד צילום מפקדת צפון של חמאס במנהרות, חשיפת הקבלות ע"ש בנו של הניה, כיבוש כיכר פלסטין בעזה, כל אלו משנים תודעה. pic.twitter.com/gWADK72o9P
সাধারণ ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে- ওই ফিলিস্তিনিদের গায়ের সব কাপড় খুলে ফেলা হয়েছে (শুধুমাত্র আন্ডারওয়্যার পরিহিত), তাদের হাত ও চোখ বেধে রাখা হয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, অর্ধনগ্ন এসব ফিলিস্তিনিকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ