ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গাজায় গণহারে পেটের পীড়ায় ভুগছে ইসরায়েলি সেনারা

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের বরাতে নমিডিল ইস্ট মনিটর জানিয়েছেন, গাজায় যুদ্ধে ফিরে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাদের মাঝে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গণহারে ডায়রিয়ায় ভূগছেন তারা। ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় তাদের সেনারা ব্যাপকহারে গ্যাস্ট্রিকসহ খাবারের বিষক্রিয়ায় ভুগছে। সেনাদের মাঝে অন্ত্রের রোগের এ হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।

ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপর থেকে বিভিন্ন বেস্টুরেন্টসহ দাতব্য সংস্থা দেতে থেকে সেনাদের খাবার সরবরাহ করা হচ্ছে। এগুলো প্রস্তুতি, পরিবহন বা সংরক্ষণের কোনো প্রক্রিয়ায় হয়তো দূষিত হয়ে এসেছে। এর ফলে সেনাদের অনেকের খাবারে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছে। ফলে ডায়রিয়াসহ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

আসদোদের আসুতা জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটের মহাপরিচালক তাল ব্রোশ বলেন, দক্ষিণে অ্যাসেম্বলি এরিয়ায় সেনাদের মাঝে ব্যাপকহারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এসব সেনারা গাজায় যুদ্ধের জন্য গেছেন। তিনি বলেন, এসব সেনা শিগেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছেন। যার কারণে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটি গাজায় যুদ্ধরত সেনাদের মাঝে ব্যাপক আকারে ছাড়িয়ে গেছে। এ সংক্রমণ মূলত খাবারের মাধ্যমেই হয়ে থাকে।

তাল ব্রোশ বলেন, এ রোগে আক্রান্ত সেনাদের প্রতি ১০ জনের ৪০ ডিগ্রি সেলসিয়াস জ্বর দেখা দিচ্ছে। তারা ২০ মিনিট অন্তর অন্তর ডায়রিয়ার আক্রান্ত হচ্ছেন। এমনকি যুদ্ধের সক্ষমতা হারিয়ে তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। গাজায় ইসরায়েল আক্রমণ শুরুর পর তাদের হাজারো সেনার মাঝে ফ্রিতে খাবার সরবরাহ করছে ম্যাকডোনাল্ড। আরব বিশ্বে বয়কটের মুখে পড়ার পর কোম্পানিটি এভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ