ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলি প্রশাসনকে তিরস্কার করলেন এরদোয়ান

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯
ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রশাসনকে চোর ও খুনি বলে তিরস্কার করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবে।

সোমবার (৪ ডিসেম্বর) ডেইল সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক অর্থনৈতিক সম্মেলনে এরদোয়ান বলেন, তাদের (ইসরায়েলের) এ অঞ্চলে অন্য যে কোনো জায়গায়ও হামলার পরিকল্পনা থাকতে পারে। তিনি এ জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে কেবল ফিলিস্তিনকে সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের এক কণ্ঠস্বর এবং এক শরীর নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে এরদোয়ান ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিষয়টি তারা কোনোভাবে ভুলে যাবেন না।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ