জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানটির আটজন সেনা সদস্যের সবাই নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টা ৪৭ মিনিটে উড়োজাহাজটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের। বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার- উভয়ের প্রকার টেক অফ ও উড্ডয়নে সক্ষম।
জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে জাহাজটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়।
ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনও কোনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই।
এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হয়েছিলেন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ