বারাণসীতে একটি মন্দিরে গত ২৭ নভেম্বর মহা ধূমধামে পালিত হয়েছে দেব দীপাবলি। এ উপলক্ষ্যে জ্বালানো হয়েছে মোট ২২ লাখ প্রদীপ। উৎসবের আলোয় মালায় জ্বলজ্বল করেছে বারাণসীর অনেক এলাকা। দেব দীপাবলির উদযাপের মুহূর্তে যেন এক স্বর্গের রূপ পেল বারাণসী। এদিন গঙ্গার তীরে ৮৫টি ঘাটে ১২ লাখ প্রদীপ জ্বালানো হয়। শুধু ঘাটগুলিই নয়, প্রদীপের আলোয় সেজে ওঠে পুকুর, হ্রদসহ অন্য জলাধারগুলোও। বারাণসী জুড়ে প্রায় ২২ লাখ প্রদীপ জ্বলে।
এছাড়াও এদিন উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল লাইন্ড অ্যান্ড সাউন্ড শোর। এতে ফুটে ওঠে পৌরাণিক কাহিনি। আকাশ রাঙা হয়েছে আতসবাজির রোশনাইয়ে। প্রাচীন শিবধাম মন্দির, দারেখু বানাসুর মন্দির, নারুর, মোহনসরাই পুকুর, ভগবতী মাতার মন্দির, আখড়িতে প্রদীপ জ্বালান বহু ভক্ত।
দেব দীপাবলি উপলক্ষ্যে সেজেছে সব মন্দিরগুলো। বাড়ির সামনে প্রদীপ দিয়ে সাজিয়েছেন মানুষ। দেব দীপাবলির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম প্রদীপ প্রজ্বলন করা হয়। এসময় ৭০টি দেশের রাষ্ট্রদূত ও বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।.
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ