ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাপ-পুণ্য বিষয়ক নতুন মন্ত্রণালয় করেছে তালেবান

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১

পাপ-পুণ্য বিষয়ক নতুন মন্ত্রণালয় করেছে তালেবান সরকার। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ খালিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

মূলত পুণ্য কাজের প্রসার ও পাপ কাজে বিরত রাখার জন্য এ মন্ত্রণালয় গঠন করেছে তালেবান। তালেবান অন্তবর্তীকালীন যে মন্ত্রিসভা গঠন করেছে সেই তালিকায় এই মন্ত্রীর নাম রয়েছে।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন ইংরেজি ও পশতু ভাষায় তালেবানের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা শেয়ার করেছেন। ইংরেজি ভাষায় যে তালিকা তিনি শেয়ার করেছেন সেখানে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম নেই। তবে পশতু ভাষায় যে তালিকা শেয়ার করেছেন সেখানে তার নাম রয়েছে।

এর আগে, তালেবানের ১৯৯৬-২০০১ সালের শাসন আমলেও এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয় ছিল। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করে হামিদ কারজাইকে ক্ষমতায় বসালে তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে হজ ও ধর্ম মন্ত্রণালয় নামকরণ করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ