ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের যেসব দেশের সরকারে নারী নেই

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬

এখনো বিশ্বের কয়েকটি দেশে রাষ্ট্রীয় শীর্ষ পদে কোন নারী নেই। সেই তালিকায় নতুন করে যুক্ত হলো আফগানিস্তানের নাম। নিয়ন্ত্রণ নেওয়ার চলতি সপ্তাহে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। কিন্তু নতুন এই সরকারে শুধু পুরুষদেরই রাজত্ব, মন্ত্রীসভায় স্থান দেওয়া হয়নি কোন নারীকে।

তালেবানের এক মূখপাত্র জানিয়েও দিয়েছেন মন্ত্রীসভায় কোন নারীকে স্থান না দেওয়ার কথা। ‍যদিও মন্ত্রীসভায় স্থান পেতে নরীরা ইতিমধ্যে দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন।

আর এর মধ্য দিয়ে আফগানিস্তান এখন বিশ্বের এমন ১৩টি দেশের তালিকায় যোগ হলো যে দেশগুলোর সরকারের শীর্ষ পদে কোনো নারী নেই।

দেশগুলো হচ্ছে, আজারবাইজান, আর্মেনিয়া, ব্রুনেই, উত্তর কোরিয়া, পাপুয়া নিউগিনি, সেইন্ট ভিনসেন্ট, সৌদি আরব, থাইল্যান্ড, টুভালু, ভানুয়াতু, ভিয়েতনাম ও ইয়েমেন। সূত্র: সিএনএন

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ