ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানের গোপন দলিল চুরি করেছে পাকিস্তান

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৪

দীর্ঘ বিশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আফগানিস্তানের ক্ষমতার মসনদে তালেবান।

এদিকে তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকারের উচ্চমাত্রার গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সিএনএন নিউজ ১৮- এর বরাত দিয়ে লাইভ হিন্দুস্তান এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে।

এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

সিএনএন নিউজ ১৮ আরো জানিয়েছে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডি’র এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্যান্য ডিজিটাল ডাটা।

সূত্র : পার্সটুডে

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ