ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাতালোনিয়ায় ফের স্বাধীনতার ঢেউ, বার্সেলোনায় বিক্ষোভ

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০
ছবি: আর্ন্তজাতিক গণমাধ্যম থেকে সংগৃহীত

আবারও ফুঁসছে কাতালোনিয়া। স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি। স্পেন থেকে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কাতালানরা।

আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার অঞ্চলটির রাজধানী বার্সেলোনায় হাজার হাজার কাতালান একই দাবি নিয়ে রাস্তায় নামেন। তারা গান গেয়ে, পাতাকা উড়িয়ে ও স্লোগান দিতে দিতে মিছিল করেন।

স্পেন সরকার বিচ্ছিন্নতাবাদী মনে করে এমন ৯ জন নেতাকে মুক্তি দেয়ার পর কাতালানদের সংগঠন অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা-এএনসি এই মিছিল বের করে। স্বাধীনতা আন্দোলনের জন্য এই ৯ নেতাকে ২০১৭ সালে গ্রেফতার করে কারাগারে রাখে স্পেন সরকার। এটা ছিল স্পেনের জন্য একটা বড় রাজনৈতিক সংকট।

দেশটির পুলিশ জানায়, প্রায় এক লাখ আট হাজার মানুষ বিক্ষোভে নামে। তবে এএনসি দাবি করেছে, তাদের প্রায় ৪ লাখ নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ