শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বেতন চাওয়ায় মালিকের কান্ড

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৯

নিজের প্রাপ্য বেতন চাওয়ায় এক কর্মীকে জোর করে মালিকের জুতা চাটানো হয়েছে। বেল্ট দিয়ে তাকে মারধরও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। নির্যাতিত ওই কর্মী প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে চাকরি করতেন।

তার নাম নীলেশ দালসানিয়া। পুলিশের কাছে নীলেশ অভিযোগ করেছেন, ১৫ দিন ধরে বেতন দেওয়া হচ্ছিল না তাকে। বকেয়া সেই বেতন চেয়ে তিনি সংস্থার মালিককে ফোন করেন। তার পরই তাকে ডেকে পাঠানো হয় অফিসে। সেখানে যাওয়ার পরই মালিক তাকে জুতা চাটতে বাধ্য করেন। তার পর ক্ষমাও চাওয়ানো হয়।

পুলিশের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে লেখা হয়েছে—কোনো নোটিস ছাড়াই ১৮ অক্টোবর ওই যুবককে ছাঁটাই করা হয়। প্রতি মাসের ৫ তারিখে সংস্থার কর্মীরা বেতন পান।

বাকি কর্মীরা বেতন পেলেও তাকে বকেয়া টাকা না দেওয়ায় ৬ মালিককে ফোন করে সেই টাকা দাবি করেন ওই যুবক। ওই যুবকের অভিযোগ তাকে, তার এক ভাই ও বন্ধুকে পেটানো হয় ও গালাগালি করা হয়। এই ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ