ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ইউক্রেনের ১৬ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৮
ছবি- সংগৃহীত

ইউক্রেনের ১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। শুক্রবার (২৪ নভেম্বর) রাশিয়া বলেছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলে এবং বর্ধিত ক্রিমীয় উপদ্বীপে ওই ড্রোনগুলো ভূপাতিত করে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। খবর বাসস’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে রুশ ফেডারেশনের বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের মধ্যে ক্রিমীয় উপদ্বীপে ১৩টি এবং ভলগোগ্রাদ অঞ্চলে তিনটি ড্রোন ভুপাতিত করা হয়।

ইউক্রেন গত জুনে তাদের পাল্টা হামলা জোরদারের অংশ হিসেবে রাশিয়ার সামরিক স্থাপনায় এবং ক্রিমীয় উপদ্বীপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ