ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথম দিনে ১৩ ইসরাইলিকে মুক্তি দেবে হামাস 

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১৪:১১

বহু প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে এ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দিদের মধ্যে ১৩ জন ইসরাইলি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। খবর রয়টার্স’র।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার বিকেল চারটায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিমুক্তিতে নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে। এভাবে ধাপে ধাপে চারদিনের মধ্যে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেন, এই যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির অংশ হিসেবে ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ