ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ পাচ্ছে না আদানি গোষ্ঠী?

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ১৮:২৪
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ হাত ছাড়া হয়ে গেছে গৌতম আদানি গোষ্ঠীর। এ বিষয়ে নতুন করে দরপত্র ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য নতুন করে টেন্ডার জমা দেওয়ার কথা ঘোষণা দেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে আদানি গোষ্ঠীকে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দেওয়া হবে বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এ জন্য আদানি গোষ্ঠীকে প্রয়োজনীয় কাগজপত্রও দিয়েছিল মমতা সরকার। ওই সময় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম ঘোষণা দিয়েছিলেন যে, তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ পেয়েছে আদানি গোষ্ঠী। ওই সমুদ্র বন্দর নির্মাণে ২৫ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে জানানো হয়।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ক্ষেত্রে নতুন করে দরপত্র জমা দেওয়ার কথা ঘোষণা দিলেন। কলকাতার রাজারহাট নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উপস্থিত শিল্পপতিদের তাজপুর বন্দর নির্মাণের প্রকল্পে দরপত্র দেওয়ার আহ্বান জানান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ভারতের অর্থনৈতিকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য। আমাদের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে। আপনারা এতে অংশগ্রহণ করতে পারেন। এতে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ