ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তপক্ষ। তবে এর আগে থেকেই যুক্তরাষ্ট্র জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল। অবশেষে তারা এ জ্বালানি প্রবেশের অনুমতি দেয়।
বিবিসির প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতি দুই দিনে এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল গাজায় প্রবেশ করবে।
ওই কর্মকর্তা আরও বলেন, জ্বালানি প্রবেশের অন্যতম কারণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এ ছাড়াও কারণ হিসেবে রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা।
গতকাল শুক্রবার ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর জ্বালানি সহায়তায় গাজার টেলিযোগাযোগ ব্যবস্থা ফের সচল হয়েছে বলে জানিয়েছে পরিষেবা প্রদানকারী কোম্পানিটি।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, জ্বালানি প্রবেশের অনুমতির জন্য ওয়াশিংটন তেল আবিবের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে। গত সপ্তাহেই ইসরায়েল জ্বালানি প্রবেশে সায় দিয়েছিল বলে ওই কর্মকর্তা জানান। তবে, দুটি কারণে এটি বাস্তবায়িত হচ্ছিল না। ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে সত্যিকারে জ্বালানির সংকট নেই। এ ছাড়া তারা বন্দি মুক্তির বিষয়ে আগে কথা বলতে চেয়েছিল।
গত বৃহস্পতিবার ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনে নিজেদের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছিল। জ্বালানি সংকটে কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছিল তারা। জাতিসংঘের সহযোগী সংস্থাটির মতে, মানবিক সহায়তা কার্যক্রম চালাতে তাদের প্রতিদিন এক লাখ ৬০ হাজার লিটার জ্বালানি তেল প্রয়োজন যা ইসরায়েলের দেওয়া অনুমতির চেয়ে দ্বিগুণ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ