ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার নতুন হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ১৬:২৬

আমেরিকার ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতে অ্যাভনগার্ড-সজ্জিত নতুন আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন এ সংযোজনের কথা জানায়। -রয়টার্স

নতুন এ ক্ষেপণাস্ত্র রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাংশের ওরেনবুর্গ প্রদেশে মোতায়েন করা হয়েছে। মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শব্দের গতির চেয়ে ক্ষেপণাস্ত্রটি প্রায় ২৭ গুণ বেশি বা ঘণ্টায় ২১ হাজার মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এসব ক্ষেপণাস্ত্রে বাধাগ্রস্ত করা ‘প্রায় অসম্ভব’ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করে মস্কো।

এর আগে ২০১৯ সালে ওরেনবুর্গে প্রথম অ্যাভনগার্ড-সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ