ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো শ্রীলঙ্কা

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২৩, ১৮:১৬
ছবি- সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগর এলাকায় ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, এদিন দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে।

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এদিন শ্রীলঙ্কা ছাড়াও ভূমকম্পন অনুভূত হয়েছে ভারতেও।

এনসিএস জানিয়েছে, দুপুর ১টা ৩৮ মিনিটে লাদাখের কার্গিল অঞ্চলও ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কারগিল খেকে ৩১৪ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ