ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাবুলে ত্রাণ সরঞ্জাম পাঠালো পাকিস্তান

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৭

আফগানিস্তানে খাদ্য, জরুরি ওষুধসহ ত্রাণ সহায়তার প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই বিমান তিনটি বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছে। রেডিও পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর খান ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় আফগান জনগণের জন্য জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। ত্রাণসামগ্রী ভর্তি তিনটি বিমান কাবুলে পৌঁছেছে। জরুরিভিত্তিতে বিমানে ত্রাণ পাঠানো হয়েছে এবং পরবর্তীতে স্থলপথে ত্রাণসামগ্রী পাঠানো অব্যাহত থাকবে।

এর আগে গত মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলি রাষ্ট্রক্ষমতার পালাবদলে চ্যালেঞ্জের মুখে পড়া আফগানিস্তানের জনগণের জন্য আকাশপথে একটি ‘মানবিক সেতু’ স্থাপনে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ওই বৈঠকে আফগানিস্তানের মানুষকে খাদ্য সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থাগুলোর কাজ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ