ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০৬
ছবি- সংগৃহীত

জাতিসংঘে গাজা উপত্যকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ফুপিয়ে কাঁদলেন সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কাঁদতে কাঁদতেই ইসরায়েলের চালানো হত্যা ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি অধিবেশন বসে। সেখানে এক মর্মস্পর্শী ভাষণে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের গণহত্যা ও বর্বরতার চিত্র তুলে ধরেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।

তিনি বলেন, ‘লক্ষ লক্ষ ফিলিস্তিনির জন্য এখন আর ফিরে যাওয়ার মতো কোনো বাড়ি নেই। হাজার হাজার ফিলিস্তিনির জন্য কোনো পরিবার অবশিষ্ট নেই, আলিঙ্গন করার জন্য প্রিয় কোনো মানুষ নেই। এটা খোদা নয়, এই চেম্বারে প্রতিনিধিত্ব করা একটি দেশের সরকারের কাজ।’

প্রশ্ন রেখে তিনি বলেন, কেউ কেউ কেন ইসরায়েলিদের জন্য এত ব্যথা বোধ করেন আর আমাদের ফিলিস্তিনিদের জন্য এত কম ব্যথা অনুভব করেন? সমস্যাটা কি? এটা কি আমাদের বিশ্বাসের কারণে। নাকি চামড়ার রং পৃথক জাতীয়তার কারণে? কেন আমাদের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তাগিদ বোধ করছেন না?’

তিনি বলেন, ‘কোনো কিছুই বা কেউ যুদ্ধাপরাধকে সমর্থন করতে পারে না। আমরা এখানে যখন মিলিত হয়েছি, তখন গাজায় ফিলিস্তিনিরা বোমার নিচে পড়ে মরছে। আপনি যখন কথা বলছেন তখন পরিবারগুলোকে হত্যা করা হচ্ছে, হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর এলাকা ধ্বংস হচ্ছে।’

গাজা উপত্যকায় অবিলম্বে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে এবং অবরুদ্ধ ভূখণ্ডে বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনির জন্য ত্রাণ সহায়তা সরবরাহ বাড়ানোর জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন প্রবীণ রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।

তিনি বলেন, ‘গাজায় হত্যা বন্ধ করতে আমি আপনাদের সবাইকে ভোট দেয়ার জন্য আবেদন করছি। ত্রাণ সহায়তার ওপর যাদের বেঁচে থাকা নির্ভর করছে তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ভোট দিন। এই পাগলামি বন্ধ করতে ভোট দিন।’

গাজায় গত প্রায় তিন সপ্তাহ ধরে অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে সাত হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার প্রায়ই অর্ধেই শিশু। অন্যদিকে গাজায় পানি, বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্য-প্রয়োজনীয় সব জিনিসের প্রবেশ বন্ধ করে রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

ধরে আসা কণ্ঠে রিয়াদ মনসুর বলেন, ‘মাত্র তিন সপ্তাহেই তিন হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল। আমি আবারও বলছি, তিন হাজার মাসুম শিশুকে হত্যা করেছে। মানুষের শোক করারও সময় ও সুযোগ নেই। কারণ মৃত্যু থামছেই না।’

রাষ্ট্রদূত মনসুর বলেন, গাজায় ইসরায়েলি হামলায় ৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৭০ শতাংশই নারী ও শিশু। এ পর্যায়ে আবারও প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা তেমন যুদ্ধ, আপনারা কেউ কেউ যার পক্ষ নিচ্ছেন? এটা যুদ্ধাপরাধ। এটা বর্বরতা। যারা নিহত হয়েছে, তারা তো গেছেই। এখনও যারা জীবিত আছে তাদের জন্য এটা বন্ধ করুন। আমরা এখনও তাদের বাঁচাতে পারি।’

রাষ্ট্রদূত আরও জানান, প্রায় ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নীচে চাপে পড়ে আছে। তারা মারা গেছে নাকি বেঁচে আছে, তা কেউ জানে না। তাদের বাঁচাতে বা কবর দিতে কেউ তাদের কাছে পৌঁছাতে পারছে না।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ