ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কায় নারীদের গর্ভধারণ না করার আহ্বান

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৭

নারীদের অন্তত একবছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কার সরকার।

গত চার মাসে দেশটিতে ৪০ জন গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এই আহ্বান জানিয়েছে।

গত মে মাসে শ্রীলঙ্কায় প্রথম করোনা আক্রান্ত গর্ভবর্তী নারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়। মধ্য এপ্রিলে স্থানীয় নববর্ষ উদযাপন উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে চলছে।

হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেছেন, সাধারণত বছরে ৯০ থেকে ১০০টি মাতৃমৃত্যু হয়ে থাকে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শুধুমাত্র কোভিডেই ৪১ গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।

সরকারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপাত্তু জানিয়েছেন, তিনি নবদম্পতিসহ যারা সন্তান নেয়ার চেষ্টা করছেন করোনার ঝুঁকির কারণে তাদেরকে অন্তত এক বছর দেরি করার আহ্বান জানাচ্ছেন।

তিনি জানান, প্রায় পাঁচ হাজার ৫০০ সন্তানসম্ভবা নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০ শতাংশ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ