ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৩, ১৭:২৯
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরজুড়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজা শহরের ফিশিং পোর্টের কাছে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে ওই তিন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন।

একটি মিডিয়া ইউনিয়ন এবং একজন কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও আনাদোলু। এছাড়া সাংবাদিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গাজায় হামাস চালিত সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ।

নিহত সাংবাদিকরা হলেন- সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ এবং হিশাম নাওয়াজাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সিন্ডিকেট ‘চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় তিন সাংবাদিকের শাহাদত’ ঘোষণা করেছে।

গত শনিবার (০৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন ও তীব্র হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ যোদ্ধারা। এরপর অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা ও অবরোধের ঘোষণা দেয় ইসরায়েল।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ