ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অনুতপ্ত আশরাফ গনি, ক্ষমা চেয়ে যা বললেন 

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১

দেশ থেকে পালানোর জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।

স্থানীয় সময় বুধবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যেভাবে ঘটনার সমাপ্তি ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত।

বিবৃতিতে আশরাফ গনি দাবি করেন, রক্তাক্ত যুদ্ধের ঝুঁকি এড়াতে প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা কর্মীদের অনুরোধে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেন তিনি।

তিনি বলেছেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল কাবুল ত্যাগ করা, কিন্তু আমি বিশ্বাস করতাম, এটাই ছিল বন্দুককে নীরব এবং কাবুল ও এর ৬০ লাখ মানুষকে রক্ষা করার একমাত্র পথ।

এর আগে তাজিকিস্তানে সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আঘবার দাবি করেছিলেন, দেশ ছাড়ার আগে আশরাফ গনি ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার নিয়ে গেছেন।

বুধবার দেওয়া বিবৃতিতে আশরাফ গনি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য প্রয়োজনে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে প্রস্তুত।

উল্লেখ্য, আশরাফ গনি কাবুল ছেড়ে পালিয়ে যাবার পর তালেবান যোদ্ধারা প্রেসিডেন্ট প্যালেস দখল করেন। গতকাল মঙ্গলবার তালেবান অন্তর্বতীকালীন মন্ত্রীসভা গঠন করেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ