ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

করোনার তৃতীয় ঢেউ শুরু, সতর্ক মুম্বাই 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৯

বৈশ্বিক মহামারি করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ঘন বসতি ভারতের মুম্বাই শহররে। গত মাসের তুলনায় সেপ্টেম্বরে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনকার।

মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার আট শত জন করোনায় শনাক্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ৮৬ জন। নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে ভাবাচ্ছে সরকারকে। রাজধানী মুম্বাই ও নাগপুরে সংক্রমণের চিত্রটা উপরের দিকে। অনেকেই বলছেন, তৃতীয় ঢেউয়ের দ্বারপ্রান্তে মহারাষ্ট্র। তবে মুম্বাইয়ের মেয়র বলছেন, করোনার তৃতীয় ঢেউ ইতোমধ্যে মুম্বাই-এ হানা শুরু হয়েছে।

সবাইকে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার উৎকণ্ঠায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মনে করছে রাজ্য সরকার। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চার লাখের বেশি মানুষ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ