ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আস্ত হরিণ গিলে অজগরের মৃত্যু 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫২

আস্ত হরিণ গিলে ফেলেছিল অজগরটি। আর এ কারণেই প্রাণটাও গেল।

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গে ডুয়ার্সের জঙ্গলে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, দিন কয়েক আগে জঙ্গলে একটি হরিণ আস্ত খেয়ে ফেলেছিল প্রায় ১৫ ফুটের মতো লম্বা অজগরটি। নিজের শরীরের চেয়ে কয়েক গুণ বড় ওই হরিণটিকে খাওয়ার পর আর নড়তে পারেনি। কয়েক দিন এক জায়গায় পড়ে থাকার পর অজগরটি মৃত্যু হয়।

বন কর্মীরা ময়নাতদন্তের জন্য অজগরের পেট কাটার পর গিলে ফেলা হরিণের দেহাবশেষ মিলেছে। স্থানীয়রা জানান, গত দুই দিনে বহু মানুষ মৃতপ্রায় অজগরটিকে দেখতে খয়েরবাড়ির জঙ্গলে ভিড় জমিয়েছেন। অনেক ছবি তোলা হয়েছে। কিন্তু বন দফতরের পক্ষ থেকে অজগরের চিকিৎসার কোনো উদ্যোগ চোখে পড়েনি।

ওই অজগরটি এর আগেও লোকালয়ের কাছে এসে হাঁস-মুরগি খেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পশ্চিমবঙ্গের মাদারিহাটের রেঞ্জার এম কার্তিকেয়ন বলেন, ‌হরিণ খেয়ে অজগরটি নড়াচড়া করতে না পারায় কয়েক দিন ধরে জঙ্গলের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছিল। তার মতে, নিজের দেহের তুলনায় অনেক বড় মাপের হরিণ খাওয়ার ফলেই এই বিপত্তি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ