ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবান মন্ত্রিসভা: কে কোন মন্ত্রণালয় পেলেন? 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৬

প্রায় তিন সপ্তাহ পর মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান।

তবে তালেবানের নতুন সরকারে বহুল আলোচিত মুখ প্রায় নেই বললেই চলে। এমনকি কোনো নারীকেও অন্তর্ভূক্ত করা হয়নি। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তদারক করবেন গোষ্ঠীটির শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

অন্তবর্তী সরকারের প্রধান মোল্লা হাসান তালেবানের প্রথম দফা শাসনামালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি। আল-কায়েদার সঙ্গে সম্পর্কের কারণে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নতুন সরকারে পররাষ্ট্র দপ্তর পেয়েছেন আমির খান মুত্তাকি, প্রতিরক্ষা মন্ত্রীর পদ পেয়েছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ, শিক্ষামন্ত্রণালয়ে শেইখ মাওলাউই নুরুল্লা মুনির, অর্থমন্ত্রণালয় পেয়েছেন মোহাম্মদ হানিফ।

এর আগে ইসলামপন্থী গোষ্ঠীটি সব জাতিগোষ্ঠীর প্রতিনিধির ভিত্তিতে একটি সার্বজনীন সরকার গঠনের আশ্বাস দেয়। তবে তারা আগে থেকেই সরকারের শীর্ষ পদে নারীদের স্থান দেয়া হবে না বলেও জানান।

উল্লেখ্য, এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের দখলে যায় গত ১৫ আগস্ট। গত সোমবার সর্বশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেন তালেবান সদস্যরা। এর আগে স্থানীয় সময় ৩০ আগস্ট রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ