ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম ৫০ লাখ ডলার

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। সেই সাথে নতুন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ নেতা সিরাজউদ্দিন হাক্কানি।

তবে মন্ত্রীর দায়িত্ব পাওয়া সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ধরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। খবর স্কাই নিউজের।

এদিকে সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল কায়দার যোগসাজশ রয়েছে। সংগঠনটির বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় মঙ্গলবারও দেখা গেছে।

তাতে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন আমেরিকানকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে।

ওই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে।

হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতারের তথ্য দিলে ৫০ লাখ ডলার মিলবে বলে এফবিআইর ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে।

সোভিয়েতবিরোধী লড়াইয়ের ‘মুজাহিদ’ নেতা জালালুদ্দিন হাক্কানীর ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি একইসঙ্গে তালেবানের উপপ্রধান, আবার হাক্কানি নেটওয়ার্কের প্রধান।

উল্লেখ্য, তিন সপ্তাহ আগে প্রায় সম্পূর্ণ দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী। প্রতিরোধ গড়ে উঠেছিল শুধু পানশির প্রদেশে। গত সোমবার সম্পূর্ণ পানশির নিয়ন্ত্রণে নেয়ার পরই আজ সরকার গঠনের ঘোষণা দেওয়া হলো। তবে এর আগেই ইসলামপন্থী গোষ্ঠীটি সব জাতিগোষ্ঠীর প্রতিনিধির ভিত্তিতে একটি 'সার্বজনীন' সরকার গঠনের আশ্বাস দেয়। তবে তারা আগে থেকেই সরকারের শীর্ষ পদে নারীদের স্থান দেওয়া হবে না বলেও জানায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ