ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কে এই মোল্লা মোহাম্মদ হাসান? 

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৭
সংগৃহীত ছবি

কাবুল দখলে নেয়ার তিন সপ্তাহ পর তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করা হয়েছে। সরকারে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আলোচিত তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার।

মোল্লা মোহাম্মদ হাসান দীর্ঘ ২০ বছর ধরে তালেবানের নীতি নির্ধারণী পরিষদ শুরা কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। ২০০১ সালে মার্কিন আগ্রাসনের আগ পর্যন্ত তিনি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামরিক নেতার তুলনায় ধর্ম পালনকারী হিসেবে তার সুনাম বেশি। তালেবানের আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত।

তালেবানের জন্মস্থান কান্দাহারের বাসিন্দা তিনি। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্যও ছিলেন তিনি।

২০০১ সালে আলোচিত বামিয়ান বৌদ্ধমূর্তি ধ্বংসের অনুমোদন দিয়েছিলেন হাসান আখন্দ। তিনি একে ধর্মীয় দায়িত্ব বলে ঘোষণা দিয়েছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ