ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্ববাজারে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম!

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯
গত সপ্তাহে বিগত ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৯০ ডলারের ওপরে উঠে যায়। ছবি : সংগৃহীত

ওপেক প্লাসের সদস্য দেশগুলোর জ্বালানি তেলের উত্তোলন কমানোর পদক্ষেপে চলতি বছর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে সর্বোচ্চের কাছাকাছি উঠেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ সেপ্টেম্বর) ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিডেট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি ব্যারেল তেলের দাম স্থির হয় ৮৮ ডলারে। তবে যোগানের বিপরীতে চাহিদা বাড়ায় বর্তমানে তেলের দাম চলতি বছরের সর্বোচ্চের কাছাকাছি রয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব এবং রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্তে গত সপ্তাহে বিগত ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৯০ ডলারের ওপরে উঠে যায়।

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অরগানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ বা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেকের সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।

গত জুন থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। একদিকে ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলোর তেলের সরবরাহ কম রাখবে বলে জানা গেছে। অন্যদিকে শীর্ষ আমদানিকারক চীনে বাড়ছে অপরিশোধিত তেলের চাহিদা। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অসহনীয় অর্থনৈতিক মন্দায় প্রবেশের আশঙ্কাও কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। এইসবের প্রভাব পড়ছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।

ফলে অপরিশোধিত তেলের প্রায় ৯০ ডলারে উঠে যেতে পারে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের ভান্ডা ইনসাইটের প্রতিষ্ঠাতা বন্দনা হরি।

এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।

এদিকে এই মাসে রাশিয়ার জ্বালানি তেল রফতানি কমানোর সিদ্ধান্তে বেড়েছে ডিজেলের দাম। এতে ইউরোপের বাজারে জানুয়ারির পর প্রথমবারের মতো প্রতি টন ডিজেলের দাম ১ হাজার ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ