ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বেশি সন্তান জন্ম দিলেই মিলবে লাখ টাকা

প্রকাশনার সময়: ২২ জুন ২০২১, ১৭:০৬ | আপডেট: ২২ জুন ২০২১, ১৮:৫৬
প্রতীকী ছবি

ভারতের বিভিন্ন রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে নানা রকম প্রচার কার্যক্রম চালালেও মিজোরাম রাজ্যর ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে ভিন্ন এক ঘোষণা দিলেন।

তিনি বলেছেন, তাঁর আসনে সর্বোচ্চসংখ্যক সন্তানের জীবিত বাবা বা মাকে নগদ এক লাখ রুপি (বাংলাদেশি টাকায় ১,১৪,০০০ অধিক প্রায়) পুরস্কার দেওয়া হবে। সোমবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি আরো বলেন, সর্বোচ্চসংখ্যক সন্তানের অধিকারী ব্যক্তিকে শুধু নগদ অর্থ নয় পাশাপাশি একটি সনদ ও ট্রফিও দেয়া হবে।

মিজো সম্প্রদায়ের মধ্যে সন্তান জন্মহার হ্রাস পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে রবার্ট রোমাইয়া বলেন, মিজোদের সন্তান না হওয়া ও সন্তান জন্মহার হ্রাস পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

জানা যায়, ভারতে সর্বনিম্ন জনঘনত্বের দিক দিয়ে মিজোরাম রাজ্যের অবস্থান দ্বিতীয়। মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার। রাজ্যের মোট আয়তন প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। রাজ্যে প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন লোক বসবাস করে। মূলত এ কারণেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, দেশটিতে সবচেয়ে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশে। রাজ্যটিতে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১৭ জন লোক বসবাস করে।

আরআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ