ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জি–২০ সম্মেলন শেষ করেই ভিয়েতনাম সফরে বাইডেন

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭
ছবি : সংগৃহীত

ভারতে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছে ভিয়েতনামের সরকারের সঙ্গে সেমিকন্ডাক্টর ও খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ এই দেশটি বর্তমানে চীন ও রাশিয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ কূটনৈতিক মর্যাদা পেয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য গত কয়েক মাস ধরে হ্যানয়কে চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। চীনা ঝুঁকির কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার কৌশলে ভিয়েতনামকে সেমিকন্ডাক্টরের মূল উৎপাদনকারী হিসেবে দেখে যুক্তরাষ্ট্র।

একটি দীর্ঘ ও নৃশংস শীতল যুদ্ধ-যুগের সংঘাতের অর্ধ-শতাব্দী পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (১০ সেপ্টেম্বর) ভিয়েতনামে পৌঁছেছেন। হ্যানয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান দেশটির শীর্ষ নেতা ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ত্রং। এ সময় স্কুলের শিশু শিক্ষার্থীরা আমেরিকান পতাকা উড়িয়ে তাকে অভিনন্দন জানান এবং সামরিক বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

সূত্র : রয়টার্স, এএফপি।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ