ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

চীনের আমদানি-রফতানিতে বড় ধরনের পতন

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৩
ছবি : সংগৃহীত

বৈশ্বিক চাহিদা কমার কারণে চলতি বছরের আগস্টে চীনের আমদানি-রফতানি কমেছে উল্লেখযোগ্য হারে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগস্টে চীনের রফতানি ৮ দশমিক ৮ শতাংশ কমে ২৮৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে টানা চারমাস রফতানিতে পতন দেখল দেশটি। একই সময়ে আমদানি ৭ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

এ বছরের জুলাইতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৮০ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

করোনার শূন্যনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে চাঙা করতে সম্প্রতি নানা ধরনের পদক্ষেপ নিয়েছে চীনের নেতারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে ঋণ নেওয়ার নিয়ম শিথিলের পাশাপাশি মর্টগেজে সুদ হার কমিয়েছে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে দিচ্ছে শুল্ক ছাড়। তবে গত বছর থেকে ইউরোপ ও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরই কমতে থাকে চীনের রফতানি।

মূলত করোনা পরবর্তী কিছু চ্যালেঞ্জের মুখোমুখি চীন। এর মধ্যে অন্যতম হলো প্রোপার্টি সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়।

করোনাভাইরাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে চীনে তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ