ভারতের লোকসভা নির্বাচন হবে আগামী বছরের মার্চ-এপ্রিলে। এবারের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট। এই জোটের প্রধানমন্ত্রী পদে কে মুখ হবেন তা ঘোষণা করা হয়নি। তবে তিন প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়।
তারা হলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
যদিও সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী।
একই সঙ্গে তিনি আরো বলেন, ২৬টি বিরোধীদলের জোটের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিষয়ে অশোক গেহলট বলেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর বড় হয়ে দাঁড়ায়। দেশের বর্তমান পরিস্থিতির কারণে সব দল আজ একত্রিত হয়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ