স্ত্রী বিছানায় কাতরাচ্ছেন প্রসব বেদনায়। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে ইউটিউব দেখে সন্তান প্রসবের চেষ্টা করলেন স্বামী। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলো স্ত্রীর।
ঘটনাটি গত মঙ্গলবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, ২৭ বছর বয়সি লোগানায়কি নামে সেই মহিলার প্রসব করানোর সময় তার স্বামী নাড়ি ঠিক ভাবে কাটতে পারছিলেন না। সেই ভুলেরই মাসুল দিতে হল মহিলাকে। সেই সময়ই অনেক রক্তক্ষরণ হয়ে যায় তার। পরিস্থিতি সামলাতে না পেরে পরে মহিলাকে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মহিলার স্বামী মহেশের বিরুদ্ধে ১৭৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে। আপাতত মহেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে মহেশকে গ্রেফতার করবে পুলিশ।
পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেছেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ওই নারীর মৃত্যুর পরপরই পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে মঙ্গলবার অভিযোগ করেছেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ