যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক কর্নার’ নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান।
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন পাঁচ জন। আর বাকি ছয় জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ