ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তিগ্রাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাড়ে ৫ হাজার বিদ্রোহীকে হত্যা

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩

ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের দখল নিতে গিয়ে তিগ্রাই রেবেল ফোর্সের (টিপিএলএফ) প্রায় সাড়ে ৫ হাজার সদস্যকে হত্যা করেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী।

স্থানীয় সময় রোববার প্রকাশিত সেনাবাহিনীর ওই বিবৃতিতে অবশ্য জানানো হয়নি ঠিক কত দিনের লড়াইয়ে ওই পরিমাণ বিদ্রোহীর মৃত্যু হয়েছে।

তবে, সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন ২০২০ সালের নভেম্বর থেকে তিগ্রাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত সময়ের মধ্যেই বিদ্রোহীদের হত্যা করে থাকতে পারে সেনারা।

ইথিওপিয়ার সেনা প্রধান জেনারেল বাসা দিবেলে এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের হাতে আহত হয়েছেন আরও দুই হাজার ৩০০ জন বিদ্রোহী। আটক রয়েছেন অন্তত দুই হাজার।

এদিকে, জাতিসংঘ বলছে তিগ্রাইয়ের এই সংঘর্ষের ঘটনায় কয়েক হাজার মানুষ শরণার্থী হয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ