ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যৌনকর্মীদের খুঁজছে তালেবান 

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৫
সংগৃহীত ছবি

আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিজেদের হাতে নেয়ার পর তালেবান জানিয়েছিলো তারা শরীয়া বা ইসলামী আইনের ভিত্তিতে দেশটি শাসন করবে। তবে নারীদের অধিকার কেড়ে নেওয়া হতে পারে বলে অনেকেই আশঙ্কা করেছিলেন। কিন্তু তালেবান জানায়, তারা আফগান নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবে।

এদিকে, ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান’র বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পর্নো সাইট ঘেঁটে আফগান যৌনকর্মীদের খুঁজে বের করছে তালেবান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তালিকায় নাম থাকা যৌনকর্মীদের খুঁজে বের করে তাদের মেরে ফেলা হতে পারে।

কিছু পর্নো ভিডিওতে পশ্চিমাদের সঙ্গে আফগান নারীদের দেখে আরও ক্ষেপে গেছে তালেবান। তাই ওই নারীদের নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছে ট্যাবলয়েডটি।

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। তখন যৌনপেশায় যুক্ত অনেক নারীকে প্রকাশ্যে হত্যা করে ফেলা হয়েছিল। গত ২০ বছর ধরেও বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকা অনেক নারীকে খুন করেছে কট্টর ইসলামপন্থী তালেবান।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ