ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রানি এলিজাবেথের মৃত্যুর পর কী হবে পরিকল্পনা ফাঁস

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

রানি এলিজাবেথের মৃত্যুর পর কী করা হবে? কীভাবে হবে শেষকৃত্য? কীভাবেই বা সামলানো হবে শোকার্ত জনতার ভিড়? এসব নিয়ে ব্রিটেন প্রশাসনের পরিকল্পনা এবার ফাঁস হয়ে গেল। দাবি আমেরিকার সংবাদ সংস্থা ‘পলিটিকো’র। ওই সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন সরকার এই পুরো পরিকল্পনার নাম দিয়েছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’।

এখন রানির বয়স ৯৫ বছর। সব থেকে বেশি সময় ধরে ব্রিটেনে রানির দায়িত্ব পালন করছেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর ১০ দিন পর সমাধিস্থ করা হবে তাকে। তার মধ্যে ব্রিটেন সফরে যাবেন রানীর বড় ছেলে তথা উত্তরসূরি চার্লস। পরিকল্পনাতে আরো বলা হয়েছে, ব্রিটেনের পার্লামেন্টে তিন দিন রাখা থাকবে রানির কফিন। কারণ তাকে দেখতে আসবেন বহু মানুষ।

প্রতিবেদনে আরো বলা হয়, রানিকে শেষ দেখা দেখতে বহু শহর থেকে লন্ডনে আসবেন সাধারণ মানুষ। সে কারণে লন্ডনে থাকবে কড়া নিরাপত্তা। সেন্ট পলস ক্যাথিড্রালে হবে শেষকৃত্য। সেদিন গোটা ব্রিটেনে জাতীয় শোক পালন হবে। থাকবে ছুটি। বাকিংহাম প্যালেস বা ব্রিটেনের প্রশাসন এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ