ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি

কী ঘটছে পানশির উপত্যকায়?

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০
ছবি: সংগৃহীত

তুমুল যুদ্ধের পর আফগানিস্তানের পানশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। তালেবানের তিনটি সূত্র এই দাবি করেছে। আফগানিস্তানের সর্বশেষ এই এলাকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফের যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে। তবে রয়টার্স এও বলেছে, এখনো এই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, পানশিরের তালেবান বিরোধী নেতা আহমেদ মুসার বলেছেন, তালেবানের পানশির দখলের দাবি পুরোপুরি মিথ্যা।

এদিকে পানশিরে অবস্থানরত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ এক টুইটার বার্তায় তালেবানের পানশির দখলের দাবিকে প্রত্যাখান করে বলেছেন, আমি এখনও পানশিরেই আছি। তালেবান আমাদের ঘিরে রাখায় কঠিন পরিস্থিতিতে থাকলেও আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রতিরোধ চলবেই, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত দেশের সম্মান রক্ষার্থে লড়াই চালিয়ে যাবো।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ