অবশেষে সংসদ সদস্য পদ ফিরে পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরালার ওয়েনাড়ের সংসদ সদস্য হিসাবে পুনর্বহাল করা হয়েছে তাকে। এর আগে শুক্রবারই সুপ্রিম কোর্ট তার শাস্তি স্থগিত করেন। রাহুলকে তার পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সোমবার (৭ আগস্ট) ভারতের লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েনাড়ের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় চলতি বছরের মার্চ মাসে গুজরাটের সুরাটের একটি আদালতে ৫২ বছর বয়সী রাহুল দোষী সাব্যস্ত হোন। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।
মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিন পর রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। এতে তার ভারতীয় লোকসভার সদস্যপদ খারিজ হয়ে যায়।
গত সপ্তাহে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তাকে সংসদ সদস্য পদে ফেরানোরও আদেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। পরেই সংসদ সদস্য পদ ফেরত পেলেন এ নেতা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ