ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুলে ফিরল ফ্রান্সের শিশুরা

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ফ্রান্সে স্কুলে ফিরল ১ কোটি ২০ লাখ শিশু। করোনার বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুলে উপস্থিত হয় বাচ্চারা। তাদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক।

সম্প্রতি ফ্রান্সে তুলনামূলকভাবে করোনা সংক্রমণের হার কমেছে। ফলে শিশুদের স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরের একটি স্কুল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এক ভিডিও বার্তায় ম্যাক্রোঁ বলেন, মহামারির মধ্যেই শিশুদের যতটা সম্ভব স্বাভাবিকভাবে স্কুলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। স্কুলে শিশুদের বারবার হাত ধোয়া আর শ্রেণিকক্ষগুলো নিয়মিত জীবাণুমক্ত করা হবে।

এদিকে, ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। এ ব্যাপারে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষই টিকা দেওয়ার ব্যবস্থা করবে। তবে এক্ষেত্রে মা কিংবা বাবা যেকোনো একজনের অনুমতি লাগবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে শিশুদের স্কুল বন্ধ ঘোষণা করে ফ্রান্স সরকার। ওই সময়ে দেশটিতে করোনা মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যায়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ