ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৮০ বছর পর বিরল ঘটনা 

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০৭
ছবি: সংগৃহীত

প্রায় ৮০ বছর পর প্রথমবারের মতো একটি হাতি যমজ বাচ্চা জন্ম দিয়েছে। এই বিরল ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৫ বছর বয়সী ওই হাতির নাম সুরাঙ্গি। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি। শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডু ওই অরফানেজে বাস করে।

ওই অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে বলেন, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।

জানা যায়, ১৯৪১ সালে সর্বশেষ পালিত কোনো হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে।

সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ জন্ম দেওয়ার ঘটনা বেশি বলেও জানাচ্ছে তারা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ