ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য : এরদোগান

প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২৩, ১০:০৩
ছবি : সংগৃহীত

এবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পক্ষে সমর্থন দিল রাশিয়ার কৌশলগত মিত্র তুরস্ক।

শনিবার (০৮ জুলাই) সকালে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য। তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় ফিরে আসার আহবানও জানিয়েছেন এরদোগান।

এ সময় জেলেনস্কি বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আমি তুরস্কের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি... যেটি রাশিয়া এখনও বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে। যে কোনো ভাবেই আমরা ক্রিমিয়ার উপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাবো।

উল্লেখ্য, জেলেনস্কি এই সপ্তাহে ন্যাটোর সদস্য দেশগুলোতে ভ্রমণ করেছেন। আগামী সপ্তাহে লিথুয়ানিয়ায় একটি ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আর সেখানেই জানা যাবে ইউক্রেন জোটটিতে যোগদানের সুযোগ পাবে কি না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ