সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৩, ১৫:১১ | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১৬:১২

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

শুক্রবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন রেড ক্রিসেন্টও। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, দুই শহীদের মরদেহ নাবলুসের পুরোনো শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত দুইজনের একজন হলেন হামজা মাকবুল। অপরজনের নাম খাইরি শাহীন। বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনার নাবলুসে একটি বাড়ি ঘিরে ধরে। এরপর সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। দু’জন নিহত হওয়ার পাশপাশি আরও তিনজন এতে আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে দু’জন নিহত হয়েছেন তারা গত সপ্তাহে এক ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

এর আগে কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা আনাদোলোকে জানিয়েছিলেন, নাবলুসে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সেনারা প্রবেশ করলে, সেখানে ফিলিস্তিনি বন্দুকধারীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

দু’জন প্রত্যক্ষদর্শী দেখেন, আল কুদসের সড়কে থাকা আরও ইসরায়েলি সেনা নাবলুসে প্রবেশ করছেন।

সূত্র : আল জাজিরা

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ